সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

{ইংরেজি প্রথম পত্র}

[ প্যাসেজের লাইন উত্তরে হুবহু লেখা যাবে না]

{ইংরেজি প্রথম পত্র}

প্রশ্নে দুটি প্যাসেজ থাকে।প্রথম প্যাসেজ থাকে -
Multiple,Choice Options,True/False,Fill in the
gaps with Correct form words,listing.
১) ভালো শব্দ ভান্ডার ও বাক্যের সঙ্গে মিল রেখে
শব্দ বাছাই করতে পারলে Multiple,Choice
Options,অংশে ভালো করা যাবে।
২) True/False উত্তর করার সময় প্রশ্নের
বাক্যগুলো ভালো করে খেয়াল করবে।
৩) Fill in the gaps with Correct form words,-
এ উত্তরে শব্দের form এর সঙ্গে সঠিক
preposition বসাতে হবে।
৪) listing এর ক্ষেত্রে তথ্য সংক্ষেপে পয়েন্ট
করে লিখতে হবে।
দ্বিতীয় প্যাসেজ থেকে উত্তর করার সময় প্যাসেজ
থেকে হুবহু কপি করবে না। নিজের ভাষায় লেখার
চেষ্টা করবে।
৫) Fill in the blanks without clues - (এ নম্বর
প্রশ্নের উত্তর) প্যাসেজের তথ্যের সঙ্গে মিল
রেখে উত্তর লিখবে।
৬) Summarizing (প্রশ্ন নম্বর ৭) একটি
চ্যালেঞ্জিং আইটেম,প্যাসেজ থেকে কপি করলে
এখানেও নম্বর কমবে।
৭) Flow-Chart ( প্রশ্ন নম্বর ৮) উত্তর করার
ক্ষেত্রে বক্সের মধ্যে পূর্ণ
বাক্য ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে Phrase
ব্যবহার করতে হবে।
৮) ৯ ও ১০ নম্বর প্রশ্নের (Full in the blanks
with and without clues) উত্তর করার আগে
পুরো প্যাসেজ ভালো করে পড়ে নেবে। অর্থ বুঝে
সঠিক শব্দ বসাতে হবে।Column Matching চার
কলামে হওয়ায় বাক্যাংশের শেষ ও শুরু সাবধানে
মিলিয়ে নেবে। এ ক্ষেত্রে
Subject,verb,object,extension ইত্যাদি মিলিয়ে
উত্তর করতে হবে।
৯) Rearranging -এ বাক্যগুলো ভালো করে পড়ে
নেবে।এদের ক্রম পেনসিল দিয়ে খাতায় লিখে রাখলে
ভুল হয়য়ার আশঙ্কা কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন