আমরা যে গ্যালাক্সিতে আমরা
বাস করি তার নাম ছায়াপথ। এই
ছায়াপথে রয়েছে সূর্য ও এর
পরিবার যাকে সৌরজগৎ বলা হয়।
সৌরজগতে রয়েছে সূর্য ও একে
ঘিরে আবর্তনশীল ৮টি গ্রহ। যেসব
বস্তু সূর্যের চারদিকে ঘোরে
তাদের বলা হয় গ্রহ। সূর্যকে ঘিরে
আবর্তনশীল আটটি গ্রহ হলো বুধ, শুক্র,
পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি,
ইউরেনাস ও নেপচুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন