১ নং সূতর্ঃ বাংলা ভাষায় েয সব বােকয্ িকর্য়া থােক না , েস-সব বােকয্র ইংেরিজ করার সময় am/is/are বয্বহার করেত হয় ।
(i) আিম একজন বালক- I am a boy. (ii) েস ছাতর্- He is a student. (iii) আমরা সুখী- We are Happy. (iv) েলাকটা গরীব- The man is poor. (v) িতিন একজন িশক্ষক- He is a Teacher. (vi) েস আমার ভাইেপা- He is my nephew. (vii)পৃিথবী েগালাকার- The earth is round. (viii) েগালাপ খুব সুন্দর- The roses is very beautiful.
NB: লক্ষয্ করেল েদখা যােব First person- এ am হেব, Second person- এ are এবং েযেকান Plural number-এ are হেব । আর Third Person-এ is হেব । অথর্াৎ
I এর পের am হয় সংেক্ষেপ i'm We এর পের are হয় সংেক্ষেপ We're You এর পের are হয় সংেক্ষেপ You're He/She এর পের is হয় সংেক্ষেপ He's/She's They এর পের are হয় সংেক্ষেপ They're It এর পের is হয় সংেক্ষেপ It's
২ নং সূতর্ঃ পর্শ্নেবাধক বােকয্ িকর্য়া না থাকেল ইহার ইংেরিজ করার সময় বাকয্িট am/is/are িদেয় শুরু করেত হেব। অথর্াৎ িকর্য়ািবহীন ইংেরিজ বােকয্র মাঝখান েথেক am, is, are শব্দগুেলা তুেল িনেয় এেস বােকয্র পর্থেম বিসেয় েশেষ পর্শ্নেবাধক িচহ্ন িদেলই পর্শ্নেবাধক হেয় যায় ।
(i) রাজু একজন ছাতর্- Razu is a student. রাজু িক একজন ছাতর্- Is Razu a student? (ii) তাহারা গরীব- They are poor. তাহারা িক গরীব- Are they poor? (iii) িতিন একজন কৃষক- He is a farmer. িতিন িক একজন কৃষক- Is he a farmer? (iv) আকাশ নীল- The sky is blue. আকাশ িক নীল- Is the sky blue?
িনেচর বাকয্গুেলােক পর্শ্নেবাধক বােকয্ পিরণত করুনঃ
(১) েবিব তার েবান- Baby is his sister. (২) আমরা বন্ধু- We are friends. (৩) আিম তার(স্তর্ী) ভাই- I am her brother. (৪) রাজা ভাল েছেল- Raja is a good boy. (৫) েগাপাল তার েছেল- Gopal is his son. (৬) ইহা একিট কুকুর- It is a dog. (৭) তার বাবা একজন িশক্ষক- His father is a teacher. (৮) েববী তােদর কনয্া এবং বাবু তােদর েছেল- Baby is their daughter and Babu is their son. (৯) শাওন ভাল েমেয়- Shawon is a good girl. (১০) ৈতল পািন অেপক্ষা হালকা- Oil is lighter than water.
NB: ৮ নং বাকয্িটেত is দুইবার বয্বহার করা হেয়েছ । এই বাকয্িট পর্শ্নেবাধক বােকয্ পিরণত করার সময় পর্থেম শুধু একবার is শব্দিট বয্বহার করেত হেব । দু’বার পর্েয়ােগর দরকার নাই ।
৩নং সূতর্ঃ বাংলা বােকয্, নই/নও/নয় কথা থাকেল তার ইংেরিজ করার সময় am/is/are-এর সেঙ্গ not বয্বহার করেত হেব । (অথর্াৎ am not/is not/are not )
(i) আিম িমথুয্ক নই- I am not a liar. (ii) হাসান তার েছেল নয়- Hasan is not his son. (iii) আমরা চালাক নই- We are not clever. (iv) ধনীরা সব সময় সুখী হয় না- The rich are not always happy. (v) েলাকিট সৎ নয়- The man is not honest. (vi) মানুষ অমর নয়- Man is not immortal.
Nice
উত্তরমুছুন