বাংলা ভাষায় সংখয্াবাচক noun- এর পূেবর্ একক সংখয্া (একিট, একখানা,একজন ইতয্ািদ) বয্বহার করেলও চেল, না করেলও চেল। িকন্তু ইংেরিজেত A/An অবশয্ই বয্বহার করেত হয়।
(i) ঢাক (একিট) পুরাতন শহর- Dhaka is an old
(ii) েস(একজন) ভাল েছেল-He is a good boy. (iii) কামাল(একজন)সুেবাধ বালক-Kamal is an intelligent boy.
সূতর্ঃ ইংেরিজ ভাষায়Adjactive(noun এর েদাষ-গুণ-অবস্থা)এর পূেবর্ An বেস না। িকন্তু Adjactive এর পের Noun থাকেল একবচন বুঝাবার জনয্ A/An বেস।
(i) েস সুন্দরী-She is beautiful. েস সুন্দর বািলকা-She is a beautiful girl. (ii) ইহা খুব শক্ত-It is very hard. ইহা খুব শক্ত কাজ- It is a very hard work. (iii) কামাল খুব চালাক- Kamal is very clever. কামাল খুব চালাক বালক-Kamal is a very clever
A এর বয্বহার
‘A’ অক্ষরিট অথর্ হল একিট। ‘A’ অক্ষরিটর এককভােব েকান বয্িক্ত, বস্তু বা স্থােনর আেগ বসােনা হেয় থােক । েযমন- A book-একিট বই, A boy -একজন বালক, A pen- একিট কলম । “ েকান একিট িজিনসেক িচিহ্নত কের না । একজন েছেল,একিট বই,একিট কলেমর কথা পর্কাশ কের
যিদও “ এবং “ এর অথর্ একই,তবুও এেদর বয্বহােরর মেধয্ পাথর্কয্ আেছ । ইংেরিজেত ‘A, E, I, O, U’ এই ৫িটেক একিট Vowel বা সব্রবণর্ বলা হয় এবং অবিশষ্ট ২১িট অক্ষরেক Consonant বা বয্ঞ্জনবণর্ বলা হয়।
(১)সাধারণত েযসব শব্দ Consonant বা বয্ঞ্জনবণর্ তােদর পূেবর্ ‘A’ বেস । েযমন- A cat, A dog, A table. (২)েযসব শেব্দর শুরুেত Vowel বা সব্রবণর্ থােক অথবা যােদর উচ্চারেণর পর্থম িদকটা Vowel বা সব্রবেণর্র মত হয়, তােদর পূেবর্ An বেস । যথা- An Engineer (ইিঞ্জিনয়ার), An Elephant (এিলফয্ান্ট), An Indian (ইিন্ডয়ান), An umbrella (আমেবর্লা), An Uncle (আংেকল) (৩)িকছু বণর্ আেছ যােদর শুরু হয় Vowel বয্ঞ্জনবণর্ িদেয় িকন্তু দাহােদর উচ্চারেণ Vowel sound বা সব্রধব্িন পাই । এ ধরেণর শেব্দর পূেবর্ An বেস। যথা-An Hour (আওয়ার), An Honest (অেনষ্ট), An honour(অনার)
যিদও উপেরর শব্দগুেলার বয্ঞ্জনবণর্ (Consonant) ‘H’ িদেয় শুরু হেলও এখােন ‘H’ উচ্চািরত হয় না বরং শব্দগুিলর উচ্চারেণর সব্রধব্িন (Vowel ‘O’) পাই । তাই এ শব্দগুেলার পূেবর্ ‘A’ এর পিরবেতর্ ‘An’ বেসেছ ।
(৪) েযসব শেব্দর পর্থম অক্ষর Vowel বা সব্রবণর্ অথচ শুরুেত যােদর উচ্চারণ Consonant বা বয্ঞ্জনবেণর্র মত, তােদর পূেবর্ An এর পিরবেতর্ A বেস। A European (ইউেরািপয়ান), A University (ইউিনভািসর্িট), A Uniform (ইউিনফমর্), A Union(ইউিনয়ন), A One-eyed(ওয়ান-আইড)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন