আেছ িকর্য়ার ইংেরিজ(1)
Am, Is, Are এই শব্দগুেলা হই,হয়- ইতয্ািদ অেথর্ বয্বহৃত হেলও অেনক জায়গায় আিছ, আেছ, আেছন অেথর্ও বয্বহার করা হয় । েযমন- আিম এখােন আিছ- I am here. আবার েকান েকান েক্ষেতর্ “আিছ” কথািট বুঝােত There is/There are শব্দগুেলা বয্বহৃত হয় । েযমনঃ আমার বািড়েত একিট গরু আেছ- There is a cow in my house.
A.১নং সূতর্ঃ কারও িকছু আেছ বুঝােল ‘আেছ’ িকর্য়ার ইংেরিজ Have/Has বেস।
(i) আমার একিট কলম আেছ- I have a pen. (ii) গরুর দুইিট িশং আেছ- The cow has two horns. (iii) েলাকিটর একিট বািড় আেছ- The man has a house. (iv) তােদর একিট গর্ন্থাগার আেছ-They have a library. (v) আমােদর একিট েদাকান আেছ- We have a shop.
২নং সূতর্ঃ কারও িকছু আেছ িক বুঝােল ‘আেছ িক’ িকর্য়ার ইংেরিজ ◌্িকর্য়ার ইংেরিজ দু’ভােব করা যায়।
(i) েতামার আেছ িক?- Have you?or, Do you have? (ii) তার আেছ িক?- Has he? or, Does he have? (iii) তার ছাতা আেছ িক?- Has he an umbrella? or, Does he have an umbrella?. (iv) েতামার একিট বই আেছ?- Have you a book?or, Do you have a book? (v) রিহেমর িক একটা মুরগী আেছ-? Has Rahim a hen?or, Does Rahim have a hen?
৩নং সূতর্ঃ কারও িকছু নাই বুঝােল ‘নাই’ িকর্য়ার ইংেরিজ দু’ভােব করা যায়।
(i) আমার বই নাই- I have no book. Or don’t have any book. (ii) মিহলািটর েকান সন্তান নাই-The lady has no child. Or, The lady doesn’t have any child. (iii) তার েকান অহংকার নাই- He has no pride. Or, He doesn’t have any pride. (iv) রিহেমর েকান আত্মীয় নাই- Rahim has no relatives. Or, Rahim doesn’t have any relatives. (v) েতামার েকান অিভজ্ঞতা নাই- You have no experience. Or, You don’t have any experience.
NB:3rd person একবচন হেল verb(িকর্য়ার)- এর সােথ s বা es েযাগ হয় । (i) I do (ii) You do (iii) He does.
B. ১নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকান বয্িক্ত বা বস্তু বা পর্াণী েকাথাও আেছ বুঝােল এ ‘আেছ’ িকর্য়ার ইংেরিজ Am/Is/Are বেস ।
(i) েস বািড়েত আেছ- He is in the house. (ii) তারা িবপেদ আেছ- They are in danger. (iii) েঘাড়ািট মােঠ আেছ- The horse is in the field. (iv) আমার বাবা অিফেস আেছন- My father is in the office.
২নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকহ আেছ িক ‘বুঝােল’ উহা ইংেরিজ করার সময় বােকয্র মধয্কার ঐ Am/Is/Are পর্থেম বসেব এবং পর্শ্নেবাধক িচহ্ন িদেত হেব । (অথর্াৎ Am/Is/Are+Subject)
(i) েলাকিট অিফেস আেছ- The man is in the office. েলাকিট িক অিফেস আেছ ?- Is the man in the office? (ii) েতামরা ভাল আছ-You are well. েতামরা িক ভাল আেছ?-Are you well? (iii) কলমিট েতামার পেকেট আেছ-The pen is in your pocket. কলমিট িক েতামার পেকেট আেছ?- Is the pen in your pocket. (iv) আলম সােহব েহােটেল আেছন-Mr. Alam is in the hotel. আলম সােহব িক েহােটেল আেছন-Is Mr. Alam in the hotel?
৩নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকহ ‘নাই’ বুঝােল উহা ইংেরিজ Am not/Is not/Are not বেস।
(i) েস ঘের নাই- He is not home. (ii) তারা এখােন নাই-They are not here. (iii) বইিট েটিবেল নাই-The book is not on table. (iv) কামাল মােঠ নাই-Kamal is not in the field.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন