সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

িকর্য়াহীন বাংলা বােকয্র ইংেরিজ

১ নং সূতর্ঃ বাংলা ভাষায় েয সব বােকয্ িকর্য়া থােক না , েস-সব বােকয্র ইংেরিজ করার সময় am/is/are বয্বহার করেত হয় ।

(i) আিম একজন বালক- I am a boy. (ii) েস ছাতর্- He is a student. (iii) আমরা সুখী- We are Happy. (iv) েলাকটা গরীব- The man is poor. (v) িতিন একজন িশক্ষক- He is a Teacher. (vi) েস আমার ভাইেপা- He is my nephew. (vii)পৃিথবী েগালাকার- The earth is round. (viii) েগালাপ খুব সুন্দর- The roses is very beautiful.

NB: লক্ষয্ করেল েদখা যােব First person- এ am হেব, Second person- এ are এবং েযেকান Plural number-এ are হেব । আর Third Person-এ is হেব । অথর্াৎ

I এর পের am হয় সংেক্ষেপ i'm We এর পের are হয় সংেক্ষেপ We're You এর পের are হয় সংেক্ষেপ You're He/She এর পের is হয় সংেক্ষেপ He's/She's They এর পের are হয় সংেক্ষেপ They're It এর পের is হয় সংেক্ষেপ It's

২ নং সূতর্ঃ পর্শ্নেবাধক বােকয্ িকর্য়া না থাকেল ইহার ইংেরিজ করার সময় বাকয্িট am/is/are িদেয় শুরু করেত হেব। অথর্াৎ িকর্য়ািবহীন ইংেরিজ বােকয্র মাঝখান েথেক am, is, are শব্দগুেলা তুেল িনেয় এেস বােকয্র পর্থেম বিসেয় েশেষ পর্শ্নেবাধক িচহ্ন িদেলই পর্শ্নেবাধক হেয় যায় ।

(i) রাজু একজন ছাতর্- Razu is a student. রাজু িক একজন ছাতর্- Is Razu a student? (ii) তাহারা গরীব- They are poor. তাহারা িক গরীব- Are they poor? (iii) িতিন একজন কৃষক- He is a farmer. িতিন িক একজন কৃষক- Is he a farmer? (iv) আকাশ নীল- The sky is blue. আকাশ িক নীল- Is the sky blue?

িনেচর বাকয্গুেলােক পর্শ্নেবাধক বােকয্ পিরণত করুনঃ

(১) েবিব তার েবান- Baby is his sister. (২) আমরা বন্ধু- We are friends. (৩) আিম তার(স্তর্ী) ভাই- I am her brother. (৪) রাজা ভাল েছেল- Raja is a good boy. (৫) েগাপাল তার েছেল- Gopal is his son. (৬) ইহা একিট কুকুর- It is a dog. (৭) তার বাবা একজন িশক্ষক- His father is a teacher. (৮) েববী তােদর কনয্া এবং বাবু তােদর েছেল- Baby is their daughter and Babu is their son. (৯) শাওন ভাল েমেয়- Shawon is a good girl. (১০) ৈতল পািন অেপক্ষা হালকা- Oil is lighter than water.

NB: ৮ নং বাকয্িটেত is দুইবার বয্বহার করা হেয়েছ । এই বাকয্িট পর্শ্নেবাধক বােকয্ পিরণত করার সময় পর্থেম শুধু একবার is শব্দিট বয্বহার করেত হেব । দু’বার পর্েয়ােগর দরকার নাই ।

৩নং সূতর্ঃ বাংলা বােকয্, নই/নও/নয় কথা থাকেল তার ইংেরিজ করার সময় am/is/are-এর সেঙ্গ not বয্বহার করেত হেব । (অথর্াৎ am not/is not/are not )

(i) আিম িমথুয্ক নই- I am not a liar. (ii) হাসান তার েছেল নয়- Hasan is not his son. (iii) আমরা চালাক নই- We are not clever. (iv) ধনীরা সব সময় সুখী হয় না- The rich are not always happy. (v) েলাকিট সৎ নয়- The man is not honest. (vi) মানুষ অমর নয়- Man is not immortal.

Negative Question from

(১) আিম বালক নই- I am not a boy. আিম িক বালক নই?- Am i not a boy? (২) আমরা ছাতর্ নই- We are not students. আমরা িক ছাতর্ নই?- Are we not students? (৩) িতিন িশক্ষক নন- He is not a teacher. িতিন িক িশক্ষক নন?- Is he not a teacher? (৪) আিম কিব নই- I am not a poet. আিম িক কিব নই?- Am i not a poet? (৫) আমরা অসৎ নই- Are we not dishonest. আমরা িক অসৎ নই?- Are we not dishonest? (৬) িতিন গায়ক নন- He is not a singer. িতিন িক গায়ক নন? - Is he not a singer?

িনেচর বাকয্গুেলােক Negative Question form এ রুপান্তিরত করুন

েস িক ভাল েছেল?- Is he a god boy? েস ভাল নয়?- He is not a good boy. েস িক ভাল েছেল নয়?- Is he not a good boy?

(1) তারা েবাকা- They are fool. (2) এটা একটা িবড়াল- It is a cat. (3) ইহা একিট বড় েটিবল- This is a big table. (4) েস লমব্া মানুষ- He is a tall man. (5) তুিম এবং েস ভাল ছাতর্- You and he are good students.

১নং সূতর্: িকর্য়াহীন বােকয্ যিদ েকান অবস্থা অতীতকাল হেত বরত্মানকাল পর্যন্ত িবস্তৃত বুঝায়, তাহেল ইংেরিজ করার সময় Have been/Has been বেস।

(i) েস দু'িদন যাবত অসুস্থ- He has been ill for two days. (ii) তারা েরাববার হেত অনুপিস্থত- They have been absent seen sunday last. (iii) দু'ঘন্টা যাবত পর্বল বৃিষ্ট হেচ্ছ- It has been raining heavily for two hours. (iv) আিম এক ঘন্টা যাবত এখােন অেপক্ষা করছ- I have been waiting here for an hour.

NB: একবচনাত্মক Subject- এর সেঙ 'has' এবং বহুবচনাত্মক-এর সেঙ্ঘ 'have' বয্বহৃত হয়। িকন্তু সবর্নাম 'I'একবচনাত্মক হেলও তার সেঙ্ঘ সবর্দা 'have' বেস। অথর্াৎ

I এর পের have হয় সংেক্ষেপ i've We এর পের have হয় সংেক্ষেপ We've You এর পের have হয় সংেক্ষেপ You've He/She এর পের have হয় সংেক্ষেপ He've/She've They এর পের have হয় সংেক্ষেপ They've It এর পের have হয় সংেক্ষেপ It've

ভাষা িবেশষজ্ঞরা শব্দগুেলােক েমাট চার ভােগ ভাগ কেরেছন।

(1) Mono-Syllable- এক শব্দাংশ (2) Di-Syllable- দুই শব্দাংশ (3) Tri-Syllable- িতন শব্দাংশ (4) Poly-Syllable- বহু শব্দাংশ

1. Examples: Mono-Syllable- এক শব্দাংেশর শব্দ

Bat(বয্াট)- বাদুড় Cat(কয্াট)- িবড়াল Hen(েহন)- মুরগী Pen(েপন)- কলম

2. Examples: Di-Syllable- দুই শব্দাংেশর শব্দ

Re-peat(িরিপট)- পুনরায় Car-pet(কােপর্ট)- গািলচা Doc-tor(ডক্টর)- ডাক্তার Tar-get(টােগর্ট)- লক্ষয্

3. Examples: Tri-Syllable- িতন শব্দাংেশর শব্দ

Ac-ci-dent(একিক্সেডন্ট)- দুঘর্টনা Di-rec-tor(িডেরক্টর)- পিরচালক Ge-na-rel(েজনােরল)- সাধারণ Hos-pi-tal(হসিপটাল)- হাসপাতাল

4. Examples: Poly-Syllable- বহু শব্দাংেশর শব্দ

Sa-tis-fac-tion(সয্ািটসেফকশন)- সেন্তাষ Dis-tri-bu-tion(িডিস্টর্িবউশন)- পিরেবশন li-mi-ta-tion(িলিমেটশন)- সীমাব্ধতা

Al-pha-be-tical(এলফােবিটকঅয্াল)- ইংেরিজ বণর্মালা িবষয়ক Ad-minis-tra-tion(এডিমিনেস্টর্শন)- পর্শাসন Cer-ti-fi-ca-tion(সারিটিফেকশন)- পর্শংসাপতর্

িছল কথার ইংেরিজ

িছল কথার ইংেরিজ

‘Is’ এর অতীত রূপ হল ‘was’ এবং ‘Are’ এর অতীত রূপ হল ‘were’ আর ‘Have ও Has এর অতীত রূপ হল ‘had’.

১নং সূতর্ঃ কারও িকছু িছল বুঝােল ‘িছল ’ িকর্য়ার ইংেরিজ Had বসেব।

(i) আমার একিট গরু িছল- I had a cow. (ii) ইিতহােস তার ভাল জ্ঞান আেছ- He had good knowledge in history. (iii) ঢাকায় তার একজন আত্মীয় িছল- He had a relative in Dhaka. (iv) তােদর একিট বাগান িছল- They had a garden.

২নং সূতর্ঃ কারও িকছু িছল িক বুঝােল ‘িছল িক’ িকর্য়ার ইংেরিজ করেত বােকয্র মধয্খােনর Had আেগ আনেত হেব । অথর্াৎ (Had+Subject).

(i) ঢাকায় তার বািড় িছল- He had a house in Dhaka. ঢাকায় িক তার বািড় িছল?-Had he a house in Dhaka? (ii) মিহলািটর অহংকার িছল- The lady had a pride. মিহলািটর িক অহংকার িছল?- Had the lady a pride? (iii) আমার অেনকগুেলা গরু িছল- I had many cows. আমার িক অেনকগুেলা গরু িছল?-Had I many cows? (iv) জামান সােহেবর একিট কারখানা িছল- Mr. Jaman had an industry. জামান সােহেবর িক একিট কারখানা িছল?-Had Mr. Jaman an industry?

৩নং সূতর্ঃ কারও িকছু িছল না বুঝােল ‘িছল না’ িকর্য়ার ইংেরিজ করেত Had not/Had no বেস । অথর্াৎ (Had not/Had no+Subject).

(i) তার েকান জিম িছল না- He had not land. (ii) তােদর একিট সন্তানও িছল না- They had not a child. (iii) চটর্গর্ােম তােদর েকান বািড় িছল না-We had no house in Chittagong. (iv) েতামার েকান বন্ধু িছল না- You had no friends.

B.১নং সূতর্ঃ েকান িনিদর্ষ্ট বয্িক্ত বা বস্তু িছল বুঝােল ‘িছল’ কথার ইংেরিজ was/were বেস। (Sub+ was/were).

(i) আিম উপিস্থত িছলাম- I was present. (ii) বইগুেলা েটিবেল িছল- The books were on the table. (iii) কাজিট েতামার জনয্ কিঠন িছল- The work was tough for you. (iv) তারা অসহায় িছল- They were helpless. (v) েস েলখাপড়ায় মনেযাগী িছল- He was attentive to his lessons.

২নং সূতর্ঃ েকান িনিদর্ষ্ট বয্িক্ত বা বস্তু িছল িক বুঝােল ‘িছল িক’ কথার ইংেরিজ করার সময় বােকয্র মধয্স্থ was/were আেগ বেস। (অথর্াৎ was/were+Subject).

েলাকিট মােঠ িছল- The man was in the field. েলাকিট িক মােঠ িছল- Was the man in the field?

ঘটমান বতর্মান বা ‘ইেতিছ’ যুক্ত িকর্য়া

ঘটমান বতর্মান বা ‘ইেতিছ’ যুক্ত িকর্য়া।

১নং সূতর্ঃ বাংলা বােকয্ বতর্মান কােল েয ঘটনািট িনরবিচ্ছন্নভােব একটানা ঘেট যােচ্ছ । েযমনঃ েস গান গাইেছ (গান গাওয়া কাজিট একটানা অেনকক্ষণ ধের চলেছ)। অথর্াৎ- িকর্য়ার সেঙ্গ েছ,িছ (ইেতিছ, ইেতছ, ইেতেছ)যুক্ত থাকেল তার ইংেরিজ করার জনয্ Am/Is/Are এবং verb এর সেঙ্গ ing েযাগ করেত হয় (Sub+am/is/are +ing with verb)

(i) আমরা পড়িছ (পিড়েতিছ) We are reading. (ii) েস শহের যােচ্ছ (যাইেতেছ)- He is going to the town. (iii) গরুগুিল ঘাস খােচ্ছ (খাইেতেছ)- The cow are eating grass. (iv) রিহম ভাত খােচ্ছ- Rahim is eating rice. (v) আিম বািড় যািচ্ছ- I am going home. (vi) পািখটা গান গাইেছ- The bird is singing a

হঁয্ােবাধকঃ েস েখলেছ(েখিলেতেছ)-He is playing. পর্শ্নেবাধকঃ পতারা িক েখেলেছ?- Are they playing. নােবাধকঃ আিম েখলিছ না- I am not playing.

২নং সূতর্ঃ েকান কাজ অতীেত শুরু হেয় এখেনা চলেছ (চিলেতেছ) বুঝােল তার ইংেরিজ করার জনয্ Have been/Has been এবং verb এর সেঙ্ঘ ing েযাগ হয়। (অথর্াৎ Have been /Has been + ing

(i) আিম িতন বছর যাবত এই স্কুেল পড়িছ (পিড়েতিছ)- I have been reading in his school for three years. (ii) আিম িতন ঘণ্টা যাবত েখলা করিছ (কিরেতিছ)- I have been playing for three hours. (iii) সকাল হইেত পর্বল বৃিষ্ট হেচ্ছ (হইেতেছ)- It has been raining heavily since morning.

হঁয্ােবাধকঃ আিম দুঘণ্টা যাবত িলখিছ (িলেখিতিছ)-I have been waiting for two hours. পর্শ্নেবাধকঃ তুিম িক সকাল েথেক অেপক্ষা করছ (কিরেতছ)- Have you been waiting since morning? নােবাধকঃ েস চারিদন যাবত স্কুেল আসেছ (আিসেতেছ) না- He has not been coming to school for three days.

আেছ িকর্য়ার ইংেরিজ(2)

আেছ িকর্য়ার ইংেরিজ(2)

C. ১নং সূতর্ঃ েকান অিনিদর্ষ্ট বয্িক্ত বা বস্তু আেছ বুঝােল ‘আেছ’ কথার ইংেরিজ There is/There are হয়।

(i) মােঠ দুইিট গরু আেছ- There are two cows in the field.(েযেকান দুইিট গরু, এখােন িনিদর্ষ্ট কের েকান গরুর কথা বলা হয়িন) (ii) বেন একিট বাঘ আেছ-There is a tiger in the forest.( েযেকান বাঘ,িনিদর্ষ্ট কের েকান বােঘর কথা

(iii) আমােদর গর্ােম একিট স্কুল আেছ-There is a school in our village. (iv) ঢাকায় একিট িচিড়য়াখানা আেছ- There is a museum in Dhaka.

২নং সূতর্ঃ অিনিদর্ষ্ট েকহ ‘আেছ িক’ বুঝােল তার ইংেরিজ করার সময় is/are শব্দগুেলা There-এর আেগ বেস এবং পর্শ্নেবাধক িচহ্ন িদেত হেব । (অথর্াৎ is there/Are there + Subject)

(i) এই গর্ােম েচার আেছ-There is any thief in this village. এই গর্ােম েকান েচার আেছ িক?-Is there any thief in this village? (ii) েতামার পেকেট িতনিট কলম আেছ-There are three pens in your pocket. েতামার পেকেট িক িতনিট কলম আেছ?- Are there three pens in your pocket? (iii) আমােদর গর্ােম একিট পর্াথিমক িবদয্ালয় আেছ-There is a primary school in our

আমােদর গর্ােম িক একিট পর্াথিমক িবদয্ালয় আেছ? - Is there a primary school in our village? (iv) েতামােদর বািড়েত দুিট িবড়াল আেছ- There are two cats in our house. েতামােদর বািড়েত িক দুিট িবড়াল আেছ-Are there two cats in our house?

৩নং সূতর্ঃ েকান অিনিদর্ষ্ট বয্িক্ত বা বস্তু নাই বুঝােল, ‘নাই’ কথার ইংেরিজ There is no বেস ।

(i) আমােদর গর্ােম ডাকঘর নাই- There is no post office in our village. (ii) এই নদীেত মাছ নাই- There is no fish in this

(iii) এই গর্ােম েকান ডাক্তার নাই- There is no doctor in this village. (iv) এই স্কুেল মিহলা িশক্ষক নাই- There is no female teacher in this school.

N.B:সংখয্া ও পিরমাণযুক্ত Noun এর পের নাই কথা থাকেল ‘নাই’ কথার ইংেরিজ There is not এবং There are not বেস।

(i) রাস্তায় একিট েলাক নাই- There is not a single man on the road. (ii) এই পুকুের েবশী পািন নাই- There is not much water in this pond. (iii) আকােশ একিটও পািখ নাই-There is not a single bird in the sky. (iv) এই স্কুেল দশজেনর েবশী িশক্ষক নাই- There are not more than ten teachers in this

D. ১নং সূতর্ঃ অতীত সময় হেত েকউ েকাথাও আেছ বুঝােল ‘আেছ’ িকর্য়ার ইংেরিজ have been/has been বেস ।

(i) েস দু’ঘণ্টা যাবত ঘের আেছ- He has been in this house for two hours. (ii) আিম গত েরাববার হেত এখােন আিছ- I have been here since Sunday last. (iii) তার ভাই অেনক িদন যাবেত েজেল আেছ-His brother has been in the jail for long time. (iv) কিরম দুই ঘণ্টা যাবত স্কুেল আেছ- Karim has been in the school for two hours.

২নং সূতর্ঃ অতীত সময় হেত েকউ েকাথাও ‘আেছ িক’ বুঝােল তার ইংেরিজ করার জনয্ Have/Has বােকয্র পর্থেম বেস এবং েশেষ পর্শ্নেবাধক িচহ্ন িদেত হয়। (অথর্াৎ Have/Has+Subject+been)

(i) তুিম এক মাস যাবত ঢাকা আছ-You have been in Dhaka for one month. তুিম িক এক মাস যাবত ঢাকা আছ-Have you been in Dhaka for one month? (ii) েস সকাল দশটা হেত েতামার বািড়েত আেছ-He has been in your house since 10.00 A.M. েস িক সকাল দশটা হেত েতামার বািড়েত আেছ-Has he been in your house since 10.00 A.M.? (iii) রিহম আধাঘন্টা যাবত মসিজেদ আেছ-Rahim has been in the mosque for half an hour. রিহম িক আধাঘন্টা যাবত মসিজেদ আেছ-Has Rahim been in the mosque for half an

৩নং সূতর্ঃ অতীত সময় হেত েকউ েকাথাও ‘নাই’ বুঝােল তার ইংেরিজ করার জনয্ Have not been/Has not been বেস । (অথর্াৎ Have not been /Has not been)

(i) েস িতন িদন যাবত ঘের নাই- He has not been in the house for three days. (ii) শর্িমকরা িবকাল ৫টা হেত মােঠ নাই- The laboures have not been in the field since 5

(iii) জামান সােহব একঘণ্টা যাবত অিফেস নাই- Mr. Jaman has not been in the office for an

E. ১নং সূতর্ঃ (ইেয়) বা ‘এ’- যুক্ত িকর্য়ার পর ‘আেছ’ কথা থাকেল ইংেরিজ করার সময় subject (কতর্ার)-এ ওর পর am/is/are বেস এবংverb িকর্য়া এর সেঙ্ঘ ing েযাগ হয় । অথর্াৎ (am/is/are + ing verb)

(i) েস মােঠ দঁািড়েয় (দঁাড়াইয়া) আেছ-He is standing in the field. (ii) িবছানায় িতনজন েলাক ঘুিমেয় (ঘুমাইয়া) আেছ-Three man are sleeping on the bed. (iii) গােছর ডােল একিট পািখ বেস (বিসয়া) আেছ- A bird is sitting on the branch of a tree. (iv) বালকিট রাস্তায় দঁািড়েয় (দঁাড়াইয়া) আেছ- The boy is standing on the road.

২নং সূতর্ঃপর্শ্নেবাধক বােকয্ (ইেয়),(ইয়া) বা ‘এ’-যুক্ত- িকর্য়ার পর ‘আেছ’ কথা থাকেল তার ইংেরিজ করার সময় বােকয্র মধয্স্থ Am/Is/Are আেগ আেস । (অথর্াৎ Am/Is/Are + Subject + ing

(i) েস ঘের লুিকেয় (লুকাইয়া) আেছ- He is hiding in the room. েস িক ঘের লুিকেয় (লুকাইয়া) আেছ- Is he hiding in the room? (ii) তারা চায়াের বেস(বিসয়া) আেছ- They are sitting on the chair. তারা িক চায়াের বেস(বিসয়া) আেছ-Are they sitting on the chair? (iii) িশয়ালিট গেতর্ লুিকেয় (লুকাইয়া) আেছ-The fox is hiding in the hole. িশয়ালিট িক গেতর্ লুিকেয় (লুকাইয়া) আেছ- Is the fox hiding in the hole? (iv) িভক্ষুকিট দরজায় দঁািড়েয় আেছ-The beggar is standing at the door. িভক্ষুকিট িক দরজায় দঁািড়েয় আেছ-Is the beggar standing at the door?

৩নং সূতর্ঃ ‘ইেয়’(ইেয়) বা ‘এ’ যুক্ত িকর্য়ার পর ‘নাই’ কথা থাকেল তার ইংেরিজ করার জনয্ subject- এর পের Am not /Is not /Are not এবং verb-এর সেঙ্ঘ ing েযাগ করেত হয়। (অথর্াৎ Sub+Am not/Are not/Is not +ing verb)

(i) েরাগী িবছানায় শুেয় নাই-The patient is not lying on the bed. (ii) ইদুরিট গেতর্ লুিকেয় নাই-The rat is not hiding in the hole. (iii) েছেলিট উঠােন দঁািড়েয় নাই-The boy is not standing in the yard. (iv) পািখিট গােছর ডােল বেস নাই-The bird is not sitting on the branch of the tree.

আেছ িকর্য়ার ইংেরিজ(1)

আেছ িকর্য়ার ইংেরিজ(1)

Am, Is, Are এই শব্দগুেলা হই,হয়- ইতয্ািদ অেথর্ বয্বহৃত হেলও অেনক জায়গায় আিছ, আেছ, আেছন অেথর্ও বয্বহার করা হয় । েযমন- আিম এখােন আিছ- I am here. আবার েকান েকান েক্ষেতর্ “আিছ” কথািট বুঝােত There is/There are শব্দগুেলা বয্বহৃত হয় । েযমনঃ আমার বািড়েত একিট গরু আেছ- There is a cow in my house.

A.১নং সূতর্ঃ কারও িকছু আেছ বুঝােল ‘আেছ’ িকর্য়ার ইংেরিজ Have/Has বেস।

(i) আমার একিট কলম আেছ- I have a pen. (ii) গরুর দুইিট িশং আেছ- The cow has two horns. (iii) েলাকিটর একিট বািড় আেছ- The man has a house. (iv) তােদর একিট গর্ন্থাগার আেছ-They have a library. (v) আমােদর একিট েদাকান আেছ- We have a shop.

২নং সূতর্ঃ কারও িকছু আেছ িক বুঝােল ‘আেছ িক’ িকর্য়ার ইংেরিজ ◌্িকর্য়ার ইংেরিজ দু’ভােব করা যায়।

(i) েতামার আেছ িক?- Have you?or, Do you have? (ii) তার আেছ িক?- Has he? or, Does he have? (iii) তার ছাতা আেছ িক?- Has he an umbrella? or, Does he have an umbrella?. (iv) েতামার একিট বই আেছ?- Have you a book?or, Do you have a book? (v) রিহেমর িক একটা মুরগী আেছ-? Has Rahim a hen?or, Does Rahim have a hen?

৩নং সূতর্ঃ কারও িকছু নাই বুঝােল ‘নাই’ িকর্য়ার ইংেরিজ দু’ভােব করা যায়।

(i) আমার বই নাই- I have no book. Or don’t have any book. (ii) মিহলািটর েকান সন্তান নাই-The lady has no child. Or, The lady doesn’t have any child. (iii) তার েকান অহংকার নাই- He has no pride. Or, He doesn’t have any pride. (iv) রিহেমর েকান আত্মীয় নাই- Rahim has no relatives. Or, Rahim doesn’t have any relatives. (v) েতামার েকান অিভজ্ঞতা নাই- You have no experience. Or, You don’t have any experience.

NB:3rd person একবচন হেল verb(িকর্য়ার)- এর সােথ s বা es েযাগ হয় । (i) I do (ii) You do (iii) He does.

B. ১নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকান বয্িক্ত বা বস্তু বা পর্াণী েকাথাও আেছ বুঝােল এ ‘আেছ’ িকর্য়ার ইংেরিজ Am/Is/Are বেস ।

(i) েস বািড়েত আেছ- He is in the house. (ii) তারা িবপেদ আেছ- They are in danger. (iii) েঘাড়ািট মােঠ আেছ- The horse is in the field. (iv) আমার বাবা অিফেস আেছন- My father is in the office.

২নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকহ আেছ িক ‘বুঝােল’ উহা ইংেরিজ করার সময় বােকয্র মধয্কার ঐ Am/Is/Are পর্থেম বসেব এবং পর্শ্নেবাধক িচহ্ন িদেত হেব । (অথর্াৎ Am/Is/Are+Subject)

(i) েলাকিট অিফেস আেছ- The man is in the office. েলাকিট িক অিফেস আেছ ?- Is the man in the office? (ii) েতামরা ভাল আছ-You are well. েতামরা িক ভাল আেছ?-Are you well? (iii) কলমিট েতামার পেকেট আেছ-The pen is in your pocket. কলমিট িক েতামার পেকেট আেছ?- Is the pen in your pocket. (iv) আলম সােহব েহােটেল আেছন-Mr. Alam is in the hotel. আলম সােহব িক েহােটেল আেছন-Is Mr. Alam in the hotel?

৩নং সূতর্ঃ িনিদর্ষ্ট েকহ ‘নাই’ বুঝােল উহা ইংেরিজ Am not/Is not/Are not বেস।

(i) েস ঘের নাই- He is not home. (ii) তারা এখােন নাই-They are not here. (iii) বইিট েটিবেল নাই-The book is not on table. (iv) কামাল মােঠ নাই-Kamal is not in the field.